NeverLoss ForexTrade Copy কি, কেন এবং লক্ষ্য ও উদ্দেশ্য?
NeverLoss ForexTrade Copy হচ্ছে সারা বিশ্বের মধ্যে অন্যতম বিশ্বস্ত অনলাইন ভিত্তিক কপি ট্রেডিং সেবাদানকারী প্রতিষ্ঠান, বর্তমানে যারা ট্রেড করছেন, তাদেরকে এখানে শেখানো হবে কিভাবে একজন দক্ষ ট্রেডার হয়ে বৈদেশিক বিনিয়োগ কারীদের ফান্ড ম্যানেজ করে ফ্রীলান্সিং এর মাধ্যমে আয় করা যায় । প্রপফার্ম একাউন্ট চ্যালেঞ্জিং করে কিভাবে বড় একাউন্ট পাওয়া যায় এবং সেখান থেকে কিভাবে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ আয় করা যায় ।
NeverLoss ForexTrade Copy কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না । যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, শুধুমাত্র তাদের জন্যই একটি আলোচনা এবং অ্যানালাইসিস পোর্টাল । ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে । যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, NeverLoss ForexTrade Copy শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করছে।
ফরেক্স সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। NeverLoss ForexTrade Copy কাউকে ১০০% লাভের মিথ্যা স্বপ্ন দেখায় না, বরং ফরেক্স ট্রেডিংয়ের পথে যাবতীয় সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরে আপনাকে যোগ্য ট্রেডার হিসেবে তৈরি হতে সাহায্য করার চেস্টা করছে । প্রতিটি ইনভেস্টমেন্ট ব্যাবসাই ঝুঁকিপূর্ণ। আপনার লস করার সামর্থ্য না থাকলে বিনিয়োগ করা উচিত নয় । আমরা আপনাদেরকে শেখাবো, কিভাবে লাভ এবং লস করে ওভারঅল সর্বদাই সাসটেইনেবল প্রফিট নিয়ে মার্কেটে টিকে থাকা যায় ।
NeverLoss ForexTrade Copy এর লক্ষ্য কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করা নয়। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি বেশ কিছু মানুষ বা গোষ্ঠী ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অমূলক বিশাল বা নিশ্চিত প্রফিটের লোভ দেখাচ্ছে। তারা ১০০% আয়ের কথা বলে বা সিগনাল দেয়ার কথা বলে কমিশনের জন্য তাদের নিচে জয়েন করাচ্ছে। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে কখনও নিশ্চিত লাভ সম্ভব নয়। অনেকেই এদের মিথ্যা প্ররোচনায় ফরেক্সের প্রতি আগ্রহী হয়ে উঠছেন যা শঙ্কার কারণ। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, তারা যেন ভুল পথে পরিচালিত না হন, বা আসলেই তারা ফরেক্স ট্রেডিংয়ের উপযুক্ত কিনা সেই জন্য NeverLoss ForexTrade Copy এর পথচলা। সাধারণ মানুষ যেন, না বুঝে ফরেক্স ট্রেডিংয়ে এসে লস করে এবং যারা ইতিমধ্যে ফরেক্স ট্রেডিং করছেন, তারা যেন তাদের অদক্ষতার কারণে লসের সম্মুখীন না হন সেই লক্ষে NeverLoss ForexTrade Copy কাজ করে যাচ্ছে।
NeverLoss ForexTrade Copy ট্রেডারদের জন্য ফরেক্স ট্রেডারদেরই তৈরি একটি ফরেক্স কমিউনিটি। NeverLoss ForexTrade Copy স্কুলের বিভিন্ন আর্টিকেলগুলো তৈরি করেছেন NeverLoss ForexTrade এর বিভিন্ন ট্রেডার। তাই সবগুলো আর্টিকেলই তৈরি হয়েছে ট্রেডারদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। ফরেক্স ট্রেডিং সহজ নয়। এটি শুধু বাই-সেলের মত জুয়া খেলা নয়। বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোলের মাধ্যমেই একজন ট্রেডার লংটার্ম প্রফিট করতে পারে। ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টিকে থাকা। NeverLoss ForexTrade Copy এর মাধ্যমে আমরা শুধু আপনাকে ফরেক্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং অ্যানালাইসিস করাই শেখানো হবে না, সেই সাথে কিভাবে শক্তিশালী মানি ম্যানেজমেন্টের মাধ্যমে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় এবং ইমোশন কন্ট্রোলের মাধ্যমে ভুল সিদ্ধান্ত পরিহার করে সফল হওয়া যায় সেই দিকে বেশি গুরুত্বারোপ করা হবে।
একজন নতুন ফরেক্স ট্রেডারের রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বেই বেশ কিছু বিষয় স্পষ্টভাবে জানা খুব জরুরী। NeverLoss ForexTrade Copy এর মাধ্যমে যেসব বিষয় সর্বপ্রথম জানা আপনার জন্য সবথেকে জরুরীঃ
1. ফরেক্স ট্রেডিং কি? কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হয়
2. পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং
3. আপনি কি ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত?
4. কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয়
5. ফরেক্স ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন ভুল ধারনা
আমাদের এই স্কুলটিকে এমনভাবে সাজান হয়েছে যাতে, তা আপনাকে ফরেক্স বিষয়ে একজন জ্ঞান সম্পন্ন ও দক্ষ ট্রেডার এবং ফরেক্স মার্কেটে আপনাকে একজন সফল ফরেক্স ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারে। এবং আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত না হন তবে আপনার রিয়েল ট্রেডিং না করা শ্রেয়। সমস্ত স্কুলটাকেই সাজানো হয়েছে প্রয়োজনীয় সকল বিষয়গুলো নিয়ে। কঠিন বিষয়গুলোকে চেষ্টা করা হয়েছে আকর্ষণীয় এবং মজাদারভাবে উপস্থাপন করার জন্য। আশা করি সবার ভাল লাগবে। শীঘ্রই NeverLoss ForexTrade Copy এর স্কুলে আরও নতুন নতুন কনটেন্ট যোগ করা হবে। আমাদের আর্টিকেল গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের মাস্টার একাউন্টের লাইভ ট্রেডিং দেখতে নোটিফিকেশন বেল বাটন টা অন করে চোখ রাখুন এবং আমাদের সাথেই থাকুন । আপনার যাত্রা শুভ হোক।